এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় ঘনিয়ে এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুলাই ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্র।
যদিও এখনও চূড়ান্তভাবে দিন নির্ধারিত হয়নি, তবে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, ১০ জুলাই ফল প্রকাশের লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে।
সোমবার (৭ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “ফল তৈরির কাজ শেষ। কয়েকটি সম্ভাব্য তারিখ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই প্রকাশ করা হবে।”
তিনি সরাসরি ১০ জুলাই উল্লেখ না করলেও, বোর্ড সংশ্লিষ্ট সূত্র বলছে, শিক্ষা বোর্ডের প্রস্তাবিত তারিখগুলোর মধ্যে ১০ জুলাই রয়েছে। ফলে মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই সেটিই চূড়ান্ত হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার সম্মতির পরই দিন চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এই ফল প্রকাশে অংশ নিচ্ছে তিনটি শিক্ষা ধারার শিক্ষার্থীরা—
🔹 সাধারণ বোর্ডের এসএসসি
🔹 মাদরাসা বোর্ডের দাখিল
🔹 কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল)
চলতি বছর মোট ১৮ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে— ৯টি সাধারণ বোর্ডে: ১৪,৯০,১৪২ জন, মাদ্রাসা বোর্ডে: ২,৯৪,৭২৬ জন, কারিগরি বোর্ডে: ১,৪৩,৩১৩ জন।
বোর্ড সূত্রে আরও জানা গেছে, ফল প্রকাশের দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে। এছাড়াও নির্ধারিত ফরম্যাটে মোবাইলে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
উল্লেখ্য, এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৫ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ বাধ্যতামূলক। সেই হিসাবে ১৫ জুলাইয়ের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে।