প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনের তারিখ কবে হবে, সেটি এখনো নির্ধারণ হয়নি। সময় মতো সবকিছু জানিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক ‘ফল উৎসবে’ তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “ইলেকশনের তারিখ নিয়ে আর কিছু বলবো না। সকালে একবার বলেছি—নির্বাচনের তারিখ তো আমি নিজেও জানি না। তবে যথাসময়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ভোট কবে হবে, নমিনেশন কবে জমা দিতে হবে—সবকিছু বিস্তারিত জানিয়ে দেবো। এজন্য একটু ধৈর্য ধরুন।”
তিনি বলেন, “আমাদের প্রস্তুতি চলছে এবং আপনাদের সবার জানা মতে অনেকদূর এগিয়েও গেছে। তাই আশা করছি সঠিক সময়েই সবকিছু জানানো যাবে।”
সিইসি বলেন, বিগত নির্বাচনগুলোতে প্রশাসন ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, এবার সেটি পুনরুদ্ধারের সুযোগ রয়েছে। তিনি বলেন, “এই নির্বাচনের মাধ্যমে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সবাই আবারো মানুষের আস্থা ও শ্রদ্ধা ফিরে পেতে পারেন—শুধু আন্তরিকতা ও সততার প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমরা ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালের মতো সফল নির্বাচন করেছিলাম, এবারও সেভাবেই পারবো ইনশাআল্লাহ। আমাদের সেই সক্ষমতা ও ক্যাপাবিলিটি আছে।”
সিইসি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমরা চাই সাংবাদিকরা আমাদের সচেতনতামূলক প্রচারণার অংশ হোন। সাংবাদিকেরা আমাদের অংশীদার—তাদের মাধ্যমে আমরা জনগণকে বার্তা দিতে চাই।”
সিইসি বলেন, “ইতিবাচক সংবাদে মানুষের আগ্রহ কম, কিন্তু নেতিবাচক শিরোনামে সবাই ঝুঁকে পড়ে। এটা আমাদের চারিত্রিক প্রবণতা হয়ে গেছে। তাই দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই সমাজে ইতিবাচক বার্তা পৌঁছানো সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি কাজী জেবেল। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।