ভারতের জম্মু-কাশ্মিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগের মধ্যেই শুরু হয়েছে সেনা-পুলিশের যৌথ অভিযান ‘অপারেশন মহাদেব’। রাজধানী শ্রীনগরের উপকণ্ঠে দাচিগামের পাহাড়ি জঙ্গলে এ অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মির পুলিশ।
অভিযানে এখন পর্যন্ত ৩ জন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনীর ‘চিনার কোর’। নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে—সুলেমান, আবু হামজা ও ইয়াসির। তারা সবাই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরভিত্তিক লস্কর-ই-তৈয়বা (LeT)-র সক্রিয় সদস্য ছিলেন বলে দাবি করা হচ্ছে। নিহত সুলেমান ছিলেন সিনিয়র এবং নেতৃস্থানীয় জঙ্গি।
ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রায় ১৫০ জন সন্ত্রাসী সীমান্ত পেরিয়ে কাশ্মিরে অনুপ্রবেশ করেছে। দাচিগামের জঙ্গলে এদের একটি অংশ আত্মগোপন করে আছে এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হচ্ছে।
জম্মু-কাশ্মির কমান্ডের এক কর্মকর্তা জানান, সোমবার সকালে ওই জঙ্গলে সন্দেহজনক গতিবিধি ও গুলির শব্দ লক্ষ্য করার পরই সকাল ১১টার দিকে অভিযান শুরু করা হয়। বর্তমানে চিরুনি তল্লাশি চলছে, এবং সেখানে আরও সন্ত্রাসী ও অস্ত্র গোপন থাকার আশঙ্কা করছে যৌথ বাহিনী।
প্রসঙ্গত, নিহত সুলেমানকে সম্প্রতি অনন্তনাগে ঘটে যাওয়া ভয়াবহ হামলার ‘মাস্টারমাইন্ড’ বলে দাবি করেছে কিছু ভারতীয় সংবাদমাধ্যম, যদিও সরকারি সূত্র থেকে এ বিষয়ে নিশ্চিত কিছু বলা হয়নি।
ভারতীয় বাহিনী বলছে, এই তিনজনই ভারতের নাগরিক ছিলেন না, তারা সবাই পাক-অধিকৃত কাশ্মির থেকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছিলেন। এর মাধ্যমে জম্মু-কাশ্মিরে সন্ত্রাস দমন অভিযান আরও জোরালো হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।