ফেসবুকে তারকারা প্রায়ই সক্রিয় থাকেন, শেয়ার করেন তাদের কাজের আপডেটসহ নানা ব্যক্তিগত অভিজ্ঞতা। অনেক সময় এসব পোস্টই ভক্তদের কাছে ভিন্ন রকম আকর্ষণ তৈরি করে। সম্প্রতি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা দৃষ্টি কেড়েছে অনুরাগীদের।

বুধবার (১৬ জুলাই) সকালে নুসরাত ফারিয়া তার পোস্টে ‘সময়’ প্রসঙ্গে লেখেন, সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। বিশ্ব সেটা দেখছে…আমি ছেড়ে দিলাম।

সেই প্রশ্নের উত্তর খুঁজতে ভক্তরা মন্তব্য করছেন। একজন লিখেছেন, ১০০% রাইট বলেছেন। নুসরাত ফারিয়া আপু সময় সবসময় তার যোগ্য জবাব দেয়। আরেকজন লেখেন, দোয়া এবং শুভকামনা রইল আপনার জন্য। আরও একজন লেখেন- একদম ঠিক কথা বলেছেন। আরও একজন লেখেন-অসাধারণ কথা, অসাধারণ যুক্তি আপনি এবং দুলাভাই কখনো অযৌক্তিক কথা বলতে পারেন না। পাশে থাকবেন আপু।

Share.
Leave A Reply

Exit mobile version