কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) জোকার বয়েজ হস্টেলে ডেকে নিয়ে এক ছাত্রীকে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতিতার অভিযোগ, কাউন্সেলিংয়ের কথা বলে তাকে বয়েজ হস্টেলে ডাকা হয়। সেখানে তাকে দেওয়া হয় কিছু খাবার ও পানীয়—যার পরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে জ্ঞান ফিরলে দেখেন তিনি বয়েজ হস্টেলের কক্ষে পড়ে আছেন। তার দাবি, বেহুঁশ অবস্থায় তাকে ধর্ষণ করা হয়েছে।
ঘটনাটি ঘটে ২৫ জুন। তবে তা প্রকাশ্যে আসে ২৭ জুন। প্রথমে নির্যাতিতা ঠাকুরপুকুর থানায় অভিযোগ জানাতে গেলে, সীমানা অনুযায়ী তাকে পাঠানো হয় হরিদেবপুর থানায়। সেখানেই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন তিনি।
পুলিশ সূত্র জানায়, মেয়েটিকে খাবার ও পানীয় খাওয়ানোর পর কোনো ‘ভিজিটরস বুক’ এ সই করতেও দেওয়া হয়নি। তার ভাষ্যমতে, খাবারে কিছু মিশিয়ে তাকে আচ্ছন্ন করা হয়, এরপর ধর্ষণ করা হয়। তিনি বাধা দিতে চাইলে তাকে মারধরও করা হয়।
এই ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) এবং গোয়েন্দা বিভাগ।
এ ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।
এর আগে দক্ষিণ কলকাতার একটি ল কলেজেও ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার আরও একটি নামী শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অভিযোগে উদ্বেগ বাড়ছে শহরজুড়ে।