মার্কিন নৌঘাঁটিতে গোপন মিশন পরিচালনার অভিযোগে দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে নৌবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে গোপন তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (০১ জুলাই) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই চীনা নাগরিক চীন সরকারের এজেন্ট হিসেবে মার্কিন নৌবাহিনীর সদস্য এবং ঘাঁটি সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন। এছাড়া তারা চীনের প্রধান বিদেশি গোয়েন্দা সংস্থা, মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) জন্য সামরিক সদস্যদের নিয়োগের কাজে সহায়তা করেছে।
মার্কিন বিচার বিভাগ (ডিওজে) জানিয়েছে, ওরেগনের হ্যাপি ভ্যালিতে বসবাসকারী চীনা নাগরিক ইউয়ান্স চেন এবং ২০২৫ সালের এপ্রিলে পর্যটক ভিসায় হিউস্টনে আসা লিরেন লাইকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। দুজনের বিরুদ্ধেই মার্কিন যুক্তরাষ্ট্রে এমএসএসের হয়ে বিভিন্ন গোপন গোয়েন্দা কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।
এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল ফক্স নিউজ ডিজিটালকে বলেন, আজকের গ্রেপ্তার আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষা এবং আমাদের সামরিক বাহিনীর অখণ্ডতা রক্ষায় এফবিআইর অটল প্রতিশ্রুতি প্রতিফলন। অভিযুক্ত ব্যক্তিরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে অনুপ্রবেশ ও ক্ষতিসাধনের জন্য বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল। আমরা তাদের প্রচেষ্টা ব্যাহত করেছি এবং একটি স্পষ্ট বার্তা দিয়েছি যে আমেরিকার মাটিতে গুপ্তচরবৃত্তি সহ্য করা হবে না।