আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ববিখ্যাত উদ্যোক্তা ও টেসলা-স্পেসএক্স প্রধান ইলন মাস্ক আবারও যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক কাঠামো এবং অর্থনৈতিক পরিকল্পনার তীব্র সমালোচনায় মুখর হয়েছেন।
সোমবার (৩০ জুন) নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ দেওয়া এক পোস্টে মাস্ক সরাসরি বলেন,
“এটা স্পষ্ট যে আমরা একদলীয় দেশের বাসিন্দা — নাম ‘পোর্কি পিগ পার্টি!’ এখন সময় এসেছে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের, যারা সত্যিই জনগণের কথা ভাববে।”
বাজেট বিল নিয়ে তীব্র ক্ষোভ
মাস্কের এই মন্তব্য আসে এমন এক সময়, যখন মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত বাজেট পরিকল্পনা নিয়ে তুমুল বিতর্ক চলছে। নতুন বাজেট পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণসীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবকে মাস্ক “পাগলামী পর্যায়ের খরচ” বলে আখ্যা দিয়েছেন।
তিনি বরাবরই বলে আসছেন, ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের রাজনীতিবিদরাই বাজেট ও ঋণ বিষয়ে দায়িত্বশীল নন। তার মতে, দুই দলের রাজনৈতিক খেলা জনগণের স্বার্থের বাইরে গিয়ে শুধু রাজনৈতিক স্বার্থেই আবর্তিত হচ্ছে।
নতুন রাজনৈতিক দলের হুঁশিয়ারি
মাস্ক বলেন, “যদি এই পাগলামিপূর্ণ ব্যয় বিল পাস হয়, তাহলে পরদিনই ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠিত হবে।”
তিনি মনে করেন, “ডেমোক্র্যাট-রিপাবলিকান ইউনিপার্টির বাইরে একটি বিকল্প দরকার, যেটি জনগণের বাস্তব কণ্ঠস্বর হতে পারে।”
ট্রাম্প-মাস্ক দ্বন্দ্বে উত্তাল রাজনীতি
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাস্কের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে বলে স্পষ্ট আভাস মিলছে। ট্রাম্প একবার হুঁশিয়ার করে বলেন, “যদি কেউ আমার বিরোধীদের সহায়তা করে, তার গুরুতর পরিণতি হবে।”
মাস্কের কার্যকলাপে হতাশা প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, “ইলনের আরও আগেই আমার বিরুদ্ধে যাওয়া উচিত ছিল।”
শেয়ারবাজারে ধস
মাস্কের রাজনৈতিক বক্তব্যের কিছুক্ষণ পরেই টেসলার শেয়ারে বড় ধরনের ধস নামে, যার ফলে কোম্পানির বাজারমূল্য থেকে এক ধাক্কায় প্রায় ১৫০ বিলিয়ন ডলার হারিয়ে যায়। যদিও পরে কিছুটা ঘুরে দাঁড়ায়, তবে এই ঘটনা আবারও প্রমাণ করে— রাজনৈতিক-বাণিজ্যিক দ্বন্দ্ব বাজারে কতটা প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রে নতুন দলের সম্ভাবনা কতটুকু?
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে—ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের আধিপত্যে গণতান্ত্রিক বিকল্প ও সাধারণ জনগণের প্রতিনিধিত্ব সংকুচিত হয়ে পড়েছে।
যদিও সাংবিধানিকভাবে নতুন দল গঠনে বাধা নেই, তবু বাস্তব রাজনৈতিক পরিসরে তৃতীয় দল বা নতুন রাজনৈতিক আন্দোলনের স্থায়ী সফলতা খুবই কম। তবে ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের সরাসরি অংশগ্রহণ এ প্রেক্ষাপটে এক নতুন আলোচনার দ্বার খুলে দিয়েছে।
পলিটিক্স /মি