দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন, যার মূল উদ্দেশ্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উপত্যকার সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি আলোচনা করা।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আজ রোববার (২৯ জুন) রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণ কমান্ডের হেডকোয়ার্টারে বৈঠকটি হবে।
এতে উপস্থিত থাকবেন দখলদারদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজসহ অন্যান্য মন্ত্রী, নেতানিয়াহুর ঘনিষ্ঠ ব্যক্তি ও সেনাবাহিনীর কর্মকর্তারা।
এই বৈঠকের মাধ্যমে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০ মাস ধরে চলা বর্বরতা বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সকালে সামাজিকমাধ্যম ট্রুথে একটি পোস্ট করেন ট্রাম্প। এতে তিনি লিখেছেন, “গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন।”
ধারণা করা হচ্ছে, এই পোস্টের মাধ্যমে দখলদার ইসরায়েলকে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বুঝিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধের জন্য তিনি এখন চুক্তি চান।
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কারণে মূলত এখন চুক্তি হচ্ছে না। যা গতকাল এক জিম্মির মা জানিয়েছিলেন।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি দ্বারপ্রান্তে রয়েছে। এমন সময় ট্রাম্প সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানালেন।
ইসরায়েলি এক কর্মকর্তা এপিকে বলেছেন, আগামী সপ্তাহে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হচ্ছে। যা ইঙ্গিত করছে নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ চলছে। তবে নাম গোপন রাখা এই কর্মকর্তা এই সফরের আলোচ্যসূচির ব্যাপারে কোনো কথা বলতে চাননি।
সূত্র: টাইমস অব ইসরায়েল, এপি