গত সপ্তাহে ইসরায়েলের দাবি অনুযায়ী নিহত হিসেবে প্রচারিত ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা আলী শামখানি জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম।
শুক্রবার (২০ জুন) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র উদ্দেশে পাঠানো এক বার্তায় শামখানি বলেন,
“আমি জীবিত এবং আত্মত্যাগে প্রস্তুত। বিজয় খুব কাছেই। ইরানের নাম ইতিহাসের উচ্চতায় আবারও উজ্জ্বল হবে।”
এই বার্তাটি একযোগে প্রচার করেছে রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম ইরনা, তাসনিম এবং ফার্স নিউজ এজেন্সি।
এর আগে, ১৩ জুনের হামলার পর ইসরায়েল ও কিছু ইরানি গণমাধ্যম আলী শামখানির মৃত্যুর খবর প্রকাশ করেছিল। তবে শুক্রবার ইরান সরকার জানায়, শামখানি ওই হামলায় গুরুতর আহত হলেও বেঁচে আছেন এবং বর্তমানে হাসপাতালে ‘স্থিতিশীল অবস্থায়’ চিকিৎসাধীন রয়েছেন।
তবে এখন পর্যন্ত তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। শুধুমাত্র লিখিত বার্তার মাধ্যমেই তার জীবিত থাকার বিষয়টি জানানো হয়েছে।
আলী শামখানি দীর্ঘদিন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা প্রক্রিয়ায় মুখ্য উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। তবে ইসরায়েলের সামরিক হামলার পর থেকে ওই আলোচনা স্থবির হয়ে পড়ে।
সূত্র: প্রেস টিভি