যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি ছোট আকারের যাত্রীবাহী বিমান। এতে পাইলট, সহ-পাইলটসহ মোট চারজনই প্রাণ হারিয়েছেন।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৪৪ মিনিটে, অ্যারিজোনার নাভাজো নেশন এলাকার বিমানবন্দরে। সিবিএস নিউজের বরাত দিয়ে জানা গেছে, বিমানটি ছিল সিএসআই এভিয়েশনের তৈরি ‘বিচক্র্যাফট কিং এয়ার ৩০০’ সিরিজের একটি ডুয়েল প্রপেলার উড়োজাহাজ।
জরুরি চিকিৎসাসেবা দিতে বিমানটি নাভাজো নেশন এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে নিউ মেক্সিকোর আলবুকার্কের উদ্দেশে রওনা হয়। যাত্রীদের মধ্যে ছিলেন একজন পাইলট, একজন সহ-পাইলট এবং দুজন চিকিৎসাকর্মী।
উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিস্ফোরিত হয়ে রানওয়ের ওপর ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি অবতরণের চেষ্টা করছিল—যা থেকে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি অনুভব করেছিলেন পাইলট।
নাভাজো নেশনের পুলিশ কমান্ডার এমেট ইয়াজি জানান, দুর্ঘটনার মূল কারণ এখনও জানা না গেলেও প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নাভাজো জরুরি পরিষেবা বিভাগের পরিচালক শ্যারেন স্যান্ডোভাল জানিয়েছেন, বিমানটি গুরুতর অসুস্থ এক রোগীকে আনতে নিউ মেক্সিকো যাচ্ছিল।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নাভাজো নেশনের প্রেসিডেন্ট বু নাইগ্রিন। একইসঙ্গে তিনি একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।
বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিএসআই এভিয়েশনও শোক জানিয়েছে এবং প্রশাসনিক তদন্তে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
সূত্র : সিএসবি নিউজ