সিনে ক্যারিয়ারে ৩৬ বছরেরও বেশি সময় পার করার পর এবার নিজেই স্বীকার করলেন বলিউড সুপারস্টার সালমান খান—‘ব্যাটেল অফ গালওয়ান’-এর মতো পরিশ্রম আর কোনও সিনেমায় করতে হয়নি।
২০২০ সালে ভারত-চীন সীমান্ত সংঘাতের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই ছবির পরিচালক ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’ খ্যাত অপূর্ব লাখিয়া। এক সপ্তাহ আগেই প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম পোস্টার। সেই থেকেই আলোচনা শুরু।
সম্প্রতি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, “প্রত্যেক বছর, প্রত্যেক মাস, প্রতিটি দিন আমার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে।” জানালেন, শারীরিকভাবে এই সিনেমায় ভীষণ পরিশ্রম করতে হয়েছে।
তিনি বলেন, আগে সিনেমার আগে এক-দু সপ্তাহ নিজেকে ট্রেন করলেই চলত। কিন্তু এবার দৌড়ানো, কিকিং, পাঞ্চিং—সবকিছুতেই অনেক বেশি সময় দিতে হচ্ছে। লাদাখের ঠান্ডা আবহাওয়া, জলে শুটিং—এসব মিলিয়ে অভিজ্ঞতা হয়েছে আরও কঠিন।
৫৯ বছর বয়সী অভিনেতা জানান, সিনেমার ঘোষণা করতে গিয়ে তিনি ছিলেন ভীষণ উচ্ছ্বসিত। তখন মনে হয়েছিল কাজটা চমৎকার হবে। কিন্তু এখন বুঝতে পারছেন—এটা তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিনেমাগুলোর একটি।
“আমি প্রায় ২০ দিন লাদাখে ছিলাম। সাত-আট দিন কনকনে ঠান্ডা জলে শুটিং করেছি। এ মাসেই আবার শুটিং হবে,” বলেন তিনি।
সাধারণত সালমান খানের সিনেমা ঈদেই মুক্তি পায়। কিন্তু ‘ব্যাটেল অফ গালওয়ান’ আসছে আগামী বছর জানুয়ারিতে। ঈদ নয়, এবার মুক্তির সময় পাল্টে দিচ্ছেন ভাইজান।
সালমান জানিয়েছেন, তাঁর ব্লকবাস্টার ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নিয়েও কাজ চলছে। বলেন, “বজরঙ্গি ভাইজান আমার খুব ভালো লেগেছে। সেখানে অন্যরকম একটা আবেগ কাজ করেছে। তবে এর সিক্যুয়েল একেবারেই ভিন্নধর্মী হবে।”