ভারতীয় টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও দীর্ঘস্থায়ী ক্রাইম সিরিজগুলোর মধ্যে অন্যতম ‘সিআইডি’। ১৯৯৮ সালের ২১ জানুয়ারি শুরু হওয়া এই ধারাবাহিক ২০ বছর ধরে দর্শকদের মন জয় করে এসেছে। ২০১৮ সালের ২৭ অক্টোবর প্রথম মৌসুমের সমাপ্তির পর, ২০২৪ সালের ২১ ডিসেম্বর থেকে আবারও প্রচার শুরু হয়েছে দ্বিতীয় মৌসুম।
এই আইকনিক সিরিজের অভিনেতারা শুধু চরিত্রে নয়, দর্শকের হৃদয়েও স্থায়ী আসন গেঁড়ে বসেছেন। সম্প্রতি জনপ্রিয় বিনোদনমাধ্যম পিংকভিলা (Pinkvilla) তাদের এপিসোড-প্রতি পারিশ্রমিকের চমকপ্রদ তালিকা প্রকাশ করেছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
এসিপি প্রদ্যুমন চরিত্রে শিবাজী সাতাম নেন প্রতি এপিসোডে প্রায় ১ লাখ রুপি।
ইন্সপেক্টর দয়া (দয়ানন্দ শেঠি) এবং ইন্সপেক্টর অভিজিৎ (আদিত্য শ্রীবাস্তব) পান ৮০ হাজার থেকে ১ লাখ রুপি করে।
ইন্সপেক্টর ফ্রেডরিকস চরিত্রে দিনেশ ফড়নিসের পারিশ্রমিক ৭০ হাজার রুপি।
ফরেনসিক বিশেষজ্ঞ ড. সলুখে (নরেন্দ্র গুপ্ত) এবং ড. তারিকা (শ্রদ্ধা মুসালে) নেন প্রতি পর্বে প্রায় ৪০ হাজার রুপি।
অন্যান্য পরিচিত মুখ যেমন পূরবী, পঙ্কজ, তাসা ও শ্রীয়া—এদের পারিশ্রমিক ৪০ হাজার থেকে ৫০ হাজার রুপি পর্যন্ত।
এই পারিশ্রমিক শুধু অর্থের দিক দিয়েই নয়, তাদের জনপ্রিয়তা ও সাংস্কৃতিক প্রভাবেরও প্রতিফলন। ‘সিআইডি’ আজ শুধু একটি সিরিজ নয়—এটি ভারতের টিভি ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, যা রহস্য-রোমাঞ্চ আর ভক্তদের আবেগে গাঁথা।