সাফল্যের ঝলকানিতে ভরা রশ্মিকা মন্দানার অভিনয়জীবন। ‘পুষ্পা’, ‘অ্যানিম্যাল’, ‘ছাওয়া’— একের পর এক হিট সিনেমা। কিন্তু পর্দার পেছনে রয়েছে একান্ত ব্যক্তিগত বেদনা, যা ছুটির দিনগুলোয় আরও প্রকট হয়ে ওঠে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ছুটির দিনে তাঁর মন ভরে ওঠে বিষণ্ণতায়। নানা রকমের অপ্রাপ্তি থেকে তৈরি হয় শূন্যতা। বিশেষ করে তখনই মনে পড়ে তাঁর ১৬ বছরের ছোট বোনকে—যার শৈশব-কৈশোর প্রায় মিস করে ফেলেছেন রশ্মিকা।
তিনি বলেন, “ছুটির দিনগুলোয় আমি খুব কাঁদি। আমার এক বোন আছে, যে আমার চেয়ে ১৬ বছরের ছোট। এখন ওর বয়স ১৩ বছর। উচ্চতায়ও প্রায় আমার সমান হয়ে গেছে। কিন্তু গত ৮ বছরে, আমি কাজ শুরু করার পরে ওর বড় হয়ে ওঠা আমি দেখতে পাইনি।”
তিনি আরও বলেন, “সাফল্য আর খ্যাতি পেয়েছি ঠিকই, কিন্তু পুরনো বন্ধুরা আমাকে ভুলে গেছে। এই দিকটা খুব কষ্ট দেয়।”
এই খোলামেলা কথাগুলো বলার মধ্য দিয়ে রশ্মিকা যেন বুঝিয়ে দিলেন—গ্ল্যামার ও জনপ্রিয়তার আড়ালেও একজন মানুষ কতোটা নিঃসঙ্গ হতে পারেন।