মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল—অভিনয় দক্ষতা ও আত্মপ্রকাশের ভিন্নধারার জন্য এরইমধ্যে দর্শকমনে নিজের জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গির বদলের কথা জানান তিনি।
সুনেরাহ লিখেছেন, ‘সবচেয়ে সুন্দর জামাগুলো সবসময়ই আলমারিতে রেখে দিতাম বিশেষ দিনের জন্য। কিন্তু সেগুলো আর কখনও পরা হয়নি।’
এই উপলব্ধি থেকেই জীবনের প্রতি নতুন এক প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেন, ‘এখন থেকে আমি প্রতিটা দিন উদযাপন করব — বেঁচে থাকার জন্য, সুখী থাকার জন্য, মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য, প্রতিটা নিয়ামতের জন্য। এর চেয়ে বিশেষ আর কিছু কি হতে পারে? আলহামদুলিল্লাহ।’
এই পোস্টে স্পষ্ট ফুটে উঠেছে, তিনি এখন প্রতিটি দিনকে গুরুত্ব দিয়ে দেখছেন, কেবল বিশেষ দিন নয়—সাধারণ দিনগুলোও হয়ে উঠতে পারে উদযাপনের।
প্রসঙ্গত, ২০১১ সালে র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন সুনেরাহ। থিয়েটারে অভিনয়ের পর বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে। এই ছবির জন্যই তিনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে।
নিজের কাজ ও প্রকাশভঙ্গিতে বরাবরই ভিন্নতা নিয়ে আসেন সুনেরাহ। এবারও তার এই ব্যক্তিগত উপলব্ধি ভক্তদের মনে নাড়া দিয়েছে, মনে করিয়ে দিয়েছে—জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান।