কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক রহস্যময় পোস্ট দিয়ে আলোচনায় রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান। তার এসব পোস্ট ভক্তদের মাঝে যেমন কৌতূহল বাড়িয়েছে, তেমনি মিডিয়াপাড়ায়ও নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এমন পোস্ট করছেন, সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ফারিন।
শনিবার ৫ জুলাই রাত ঠিক ১০টা ১৭ মিনিটে ফারিন খান তার ফেসবুকে নতুন একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘প্রতারক সব সময় প্রতারক হয়’। তার এই পোস্ট মুহূর্তেই আলোচনার জন্ম দেয়। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা যেমন উদ্বিগ্ন, তেমনই বিনোদন অঙ্গনেও চলছে নানা জল্পনা। ফারিনের এমন সব ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পেছনের কারণ জানতে উৎসুক সবাই।
সম্প্রতি ফারিন খানের ফেসবুক প্রোফাইলে বেশ কিছু পরিবর্তন চোখে পড়ার মতো। কিছুদিন আগে লাইভে আসার ঘোষণা দিলেও তিনি শেষ পর্যন্ত আসেননি। পরে একটি পোস্টে লেখেন, ‘সারাজীবন মাফ করে গেলাম।’ তবে অবাক করার মতো বিষয় হলো, কিছু সময় পর তিনি একে একে সব পোস্ট মুছে ফেলেন।
তবে এই বিষয়ে ফারিন খানের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি কেন এমন সব পোস্ট দিচ্ছেন বা তার জীবনে ঠিক কী ঘটছে, সে সম্পর্কে কিছুই জানাননি।