মাত্র ২৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় নীল ছবির তারকা কাইলি পেজ। তার এই আকস্মিক মৃত্যু হতবাক করে দিয়েছে পরিবার, বন্ধুবান্ধব ও অসংখ্য ভক্তকে।
নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, কাইলির আসল নাম ছিল কাইলি পাইলান্ট। গত ২৫ জুন লস এঞ্জেলেসে নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদকসেবনের ফলেই এই মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ফেন্টানিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যদিও এতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি বলে জানিয়েছে তদন্তকারীরা।
কাইলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রখ্যাত প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ব্রাজার্সসহ একাধিক সংস্থা। এক বিবৃতিতে ব্রাজার্স জানায়, “কাইলি তার হাসি, দয়া ও পেশাদারিত্ব দিয়ে আমাদের মনে থেকে যাবেন। আমরা তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা শহরে জন্ম ও বেড়ে ওঠা কাইলি পেজ নেটফ্লিক্সের একটি রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেছিলেন। কর্মজীবনে তিনি ভিক্সেন মিডিয়া গ্রুপ এবং ব্রাজার্সসহ বেশ কয়েকটি সংস্থার হয়ে ২০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
পলিটিক্স/মি