ওপার বাংলার শোবিজ জগতে তারকাদের বিচ্ছেদের খবর নতুন কিছু নয়। তবে একইদিনে দুই জনপ্রিয় অভিনেত্রীর সংসার ভাঙার খবর শোনে রীতিমতো হতবাক ভক্তরা। নেটদুনিয়ায় এখন এই খবর ঘিরে চলছে তুমুল চর্চা, আলোচনা আর কাটাছেঁড়া।
প্রথমেই আসে অভিনেত্রী সুস্মিতা রায় এবং তার স্বামী সব্যসাচীর বিবাহবিচ্ছেদের খবর। নিজের জন্মদিনের সকালেই সুস্মিতার স্বামী সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘‘এটাই শেষ জন্মদিনের শুভেচ্ছা, কারণ আমরা আলাদা হচ্ছি।’’
এই পোস্ট পরে সুস্মিতাও নিজের প্রোফাইলে শেয়ার করেন। ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেন, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকুন।
উল্লেখ্য, এর আগেও একবার আলাদা হয়ে গিয়েছিলেন তারা। তবে পরবর্তীতে ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু শেষপর্যন্ত দু’জনেই নিশ্চিত করেছেন, এবার সত্যিই তাদের বিবাহবিচ্ছেদ হচ্ছে।
এর কিছুক্ষণ পরেই আসে আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপ্সিতা মিত্রর বিচ্ছেদের খবর। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানান, অভিনেতা কৌশিক চক্রবর্তীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্কের ইতি ঘটেছে।
‘আলো ছায়া’ ধারাবাহিকের সেটে পরিচয়, তারপর প্রেম। সেই প্রেম culminates করে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বিয়েতে। কিন্তু মাত্র তিন বছরের মধ্যেই ভেঙে গেল সেই সংসারও।
তবে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি কেউই। দুজনেই জানিয়েছেন, এটি তাদের যৌথ সিদ্ধান্ত।
ভক্তরা অবশ্য এই খবরে মন খারাপ করে বসে আছেন। সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, “ভাঙা ফ্রেমটাকে কি আর একবার জোড়া লাগানো যায় না?” —এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে তারকাজগতের এই দুটি সম্পর্কের এমন পরিণতি অনেকের কাছেই বিস্ময়কর ও বেদনাদায়ক।