বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শেফালি জারিয়ালার হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ চলচ্চিত্র অঙ্গনসহ সাধারণ মানুষ। ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত শেফালির মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যাওয়া কেউই সহজে মেনে নিতে পারছেন না। জীবন যে অস্থায়ী, তা সবাই জানে—তবে এমন অনাকাঙ্ক্ষিত বিদায় যে কতটা বেদনাদায়ক হতে পারে, তা শেফালির এই অসময়ে চলে যাওয়াই যেন বাস্তবতার সামনে নিয়ে এসে দাঁড় করায়।
এদিকে অভিনেত্রী দীপিকা কক্করও এই মর্মান্তিক খবরে আতঙ্কিত। ক্যান্সারের সঙ্গে কিছুদিন ধরে লড়াই করছেন তিনি। এমন সময়ে শেফালির চলে যাওয়া যেন তাকে আরও একবার মনে করিয়ে দিয়েছে জীবনের চরম অনিশ্চয়তার কথা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিও পোস্ট করেছেন দীপিকা কক্কর। ভিডিওতে তাকে স্বামী শোয়েবের সঙ্গে শেফালির আকস্মিক মৃত্যু নিয়ে আলোচনা করতে দেখা যায়। দীপিকা বলেন, ‘শেফালির খবরগুলো সত্যিই মর্মান্তিক। খুবই দুঃখজনক ঘটনা। তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না কখনো তার সঙ্গে দেখাও হয়নি তবে কত কাজ দেখেছি মনে পড়ছে।’
অভিনেত্রী আরও বলেছেন, ‘জীবন খুবই ক্ষণস্থায়ী। কার সঙ্গে কখন কী ঘটবে কার আয়ু কত দিন, ঈশ্বর সব জানেন শুধু আমরা জানি না। ভালো থাকবেন বন্ধুরা। প্রতিদিন ভালোভাবে বাঁচুন।’
তার কথায়, ‘আজকাল যা ঘটছে হঠাৎ করে আমাদের কাছে যে খবরগুলো আসছে তা যন্ত্রণার। বারবার মনে হচ্ছে ঈশ্বরের কাছে এই জীবনের জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত জীবনকে সুন্দরভাবে কাটানো উচিত অবশ্যই কঠোর পরিশ্রম করা উচিত এবং সুখী হওয়ার চেষ্টা করা উচিত।’
উল্লেখ্য, ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী ও মডেল শেফালি জারিয়ালা। তার মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।