বিনোদন প্রতিবেদক
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি বরাবরই ভিন্ন রূপে নিজেকে উপস্থাপন করে নজর কাড়েন। তবে এবার একেবারেই ভিন্ন এক চমকে ধরা দিলেন তিনি—কনে সেজে প্রকাশ করলেন একগুচ্ছ ঝলমলে ছবি! আর তাতেই ভক্ত-অনুরাগীদের মাঝে শুরু হয়ে যায় গুঞ্জন—তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন দীঘি?
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বেনারসি ঘরানার কনের পোশাকে রাজকীয় লুকে হাজির হয়েছেন দীঘি। ভারী গহনায় সজ্জিত এই রূপে ছিল মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় গহনার স্তর, হাতে রঙিন চুড়ি আর চোখেমুখে বোল্ড মেকআপ—সব মিলিয়ে যেন এক অনন্য কনে রূপে দীঘি।
তবে স্পষ্ট করে বলতে হয়, এটি ছিল শুধুই একটি ফটোশুট। এর আগেও একাধিকবার কনে সেজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এই তারকা। এবারের উপস্থিতি তবুও ছিল একটু আলাদা—নেটিজেনদের মন্তব্য অনুযায়ী, দীঘির এই কনে সাজ যেন বাস্তবতাকেও হার মানায়।
ভক্তদের একজন মন্তব্য করেন, “এই রূপে দীঘিকে বাস্তবেও দেখার অপেক্ষায় রইলাম।” আবার কেউ কেউ রসিকতা করে লিখেছেন, “কোন সাহসী পাত্র প্রস্তুত হচ্ছেন?”
অভিনয়ে যেমন দীঘি নিজের অবস্থান পোক্ত করছেন, তেমনি নিজের স্টাইল ও উপস্থিতিতেও বারবার প্রমাণ দিচ্ছেন—তিনি জানেন কীভাবে আলোচনায় থাকতে হয়। সদ্য শেষ হওয়া ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ চলচ্চিত্রে অভিনেতা সিয়ামের বিপরীতে দেখা গেছে তাকে। যদিও আপাতত নতুন কোনো ছবিতে দেখা যাচ্ছে না, তবে জানা গেছে, সামনে দীঘির হাতে রয়েছে একাধিক প্রজেক্ট।
কাজ, স্টাইল ও চমক—সব মিলিয়ে দীঘি যেন এখনো পুরোদস্তুর আলোচনার কেন্দ্রবিন্দুতে।
পলিটিক্স/মি
