বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। মাত্র ৪২ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন অঙ্গনে। হঠাৎ এভাবে তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তিনি মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তবে সন্তান জন্মদানের মাধ্যমে নয় বরং কন্যা সন্তান দত্তক নেওয়ার মাধ্যমেই মা হওয়ার এই সুপ্ত বাসনা তার মনে জেগেছে।
বলিউড তারকা সানি লিওনের সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত থেকেই তিনি এই অনুপ্রেরণা পেয়েছিলেন। ‘বিগ বস ১৩’-এর ঘরে থাকাকালীনই শেফালি তার সন্তান পরিকল্পনা নিয়ে সহ-প্রতিযোগী হিন্দুস্থানি ভাউয়ের সঙ্গে কথা বলেছিলেন।
পরে এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি আরও বিস্তারিতভাবে তুলে ধরেন। শেফালি জানান, ‘বিগ বস ১৩’-এর ঘরে আমি সন্তান দত্তক নেওয়া নিয়ে কথা বলেছিলাম। আমি সানি লিওনের কন্যাসন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত থেকে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। এটি আমাকে ভীষণভাবে স্পর্শ করেছিল। তাই সব সময়ে আমি একটি কন্যাসন্তান দত্তক নিতে চেয়েছি।’
শেফালি তার স্বামী পরাগ ত্যাগীকে বিয়ের পরই এই ইচ্ছের কথা জানিয়েছিলেন। পরাগ সবসময়ই তার পাশে দাঁড়িয়েছেন এবং তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। শেফালির ভাষ্যমতে পরাগ তাকে বলেছেন, ‘তোমাকে মা হতে হবে সন্তানধারণ করবে নাকি দত্তক নেবে তা তোমার সিদ্ধান্ত। আমি সব ক্ষেত্রেই তোমার পাশে থাকব।’