নানা গুণে অনন্য জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। একদিকে পর্দায় সাবলীল অভিনয়ের দাপট, অন্যদিকে সামাজিক মাধ্যমে ঝড় তোলা উপস্থিতি— রিলস হোক বা রিয়েল লাইফ, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।
সাহসী অবতারে হাজির হওয়ায় বরাবরই নজর কাড়েন এই অভিনেত্রী। ব্যক্তিত্বেও রয়েছে স্পষ্টতা আর সাহসিকতা। বর্তমানে ছুটির মুডে থাকা রুনা খান রয়েছেন দেশের বাইরে। সেখানে থেকেই ভিন্ন এক রূপে ধরা দিয়ে মুগ্ধ করছেন ভক্ত-অনুরাগীদের।
কিছুদিন আগে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ফিরে এবার গন্তব্য তুরস্কের ইস্তানবুল। ঐতিহ্যবাহী এই শহর ঘুরে বেড়ানোর নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
সম্প্রতি ইস্তানবুলের রাস্তায় লাল রঙের স্লিভলেস থাই-হাই স্লিটেড গাউনে ধরা দেন সাহসী ফ্যাশনে— চোখে সানগ্লাস, পায়ে স্নিকার্স আর ক্যামেরার সামনে বিভিন্ন পোজে হাজির হয়ে নজর কেড়েছেন অনুরাগীদের।
এছাড়া তিনি ঘুরে দেখেছেন তুরস্কের ঐতিহাসিক অটোমান সাম্রাজ্যের প্রাসাদ। বিশেষ করে দর্শন করেছেন সুলতান সোলায়মানের হেরেমখানা। সেখানেও দেখা গেছে রুনাকে এক ভিন্ন সাজে— পরনে কালো পোশাক, গাঢ় রুচিশীলতা ফুটে উঠেছে চেহারায়।
সব মিলিয়ে তুরস্ক সফরে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন রুনা খান। তার শেয়ার করা ছবিগুলো থেকে তা স্পষ্টই অনুধাবন করছেন অনুরাগীরা।
উল্লেখ্য, সাম্প্রতিক ঈদে মুক্তি পাওয়া অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’তে রুনা খানের অভিনয় প্রশংসিত হয়েছে। এছাড়া ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ ও সিনেমা ‘নীলপদ্ম’-তেও দেখা গেছে তাকে।