আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী সামিরা খান মাহি। বুধবার (১৩ আগস্ট) তার ফেসবুক পেজে প্রকাশিত কয়েকটি ছবি ঘিরে এ আলোচনা শুরু হয়। ছবিগুলোতে সবুজ কোর্ট পরা, চোখে চশমা এবং একটি অফিস কক্ষে বসে থাকা অবস্থায় দেখা যায় মাহিকে। নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি ছবিগুলোর ক্যাপশনে লেখেন, “আসছে সুইট কলিগ।”
নাটকের প্রচারণার জন্য তোলা সেই ফটোগুলোই যেন পরবর্তীতে কাল হয়ে দাঁড়িয়েছে মাহির। শেয়ার করা এই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর কেউ কেউ এই অভিনেত্রীকে পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করে শুরু করেন ট্রল করা।
বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন মাহি। জানিয়েছেন, সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়। যা নিয়ে মাহি বলেন, ‘অনেকে বলছে, মিয়া খলিফার মতো দেখতে লাগছে। কিন্তু সে অন্য রকম। তার একটা পেশা আছে, তার জীবন আলাদা- সে জীবনে কী করবে, না করবে, এটা একান্ত তার সিদ্ধান্ত। তাকে নিয়ে তো আমাদের মাথাব্যথা হওয়ার কিছু নেই। সে কোনোভাবেই আমাদের কাছের কেউ না। আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না, কিন্তু তারা তুলনা করছে নেগেটিভ উপায়ে, এটাতেই আমার আপত্তি।’
মাহি আরও বলেন, ‘আমার মনে হয় সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এ ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়।’
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি পোস্ট করেন মাহি। যেখানে তিনি লিখেছেন, ‘একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’