সৌদি আরবে অনুমতি ছাড়া মাছ ধরায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। আসির অঞ্চলের উপকূলীয় এলাকা আল-কাহমাহ থেকে তাকে আটক করে কোস্টগার্ড ইউনিট।
সৌদি গ্যাজেট জানায়, ওই বাংলাদেশির কাছে অবৈধভাবে শিকার করা বিপুল পরিমাণ মাছ পাওয়া যায়। এতে তিনি দেশটির সামুদ্রিক নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায়। সৌদির সীমান্তরক্ষী বাহিনী প্রবাসী এবং পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন সবাই সামুদ্রিক ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আইন মেনে চলে।
সতর্ক করে তারা আরও বলেছে, অনুমতি ছাড়া মাছ ধরলে কেবল জরিমানা নয়, প্রয়োজনে প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকিও থাকে।
সূত্র: সৌদি গ্যাজেট