কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামায়াত নেতার হামলায় আহত বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার মারা গেছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই ও ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান জানান, গত রোববার রাতে জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ভাইদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়।
এই হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ফাতের ঘোনা ইউনিট জামায়াতের সভাপতি আব্দুল আল নোমান, তাঁর জামাই মিজান, মুজিব ও এনাম-এর বিরুদ্ধে।
ঘটনার পর গুরুতর আহত রহিম উদ্দিন সিকদারসহ অন্যদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে রহিমকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রহিম উদ্দিন সিকদার ছিলেন ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।
স্থানীয় রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলে জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত ও দায়ীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।