মাগুরার মহম্মদপুর উপজেলায় বকেয়া বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক নারী হোটেল কর্মচারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হোটেল মালিক হারুন ফকির (৪৫)-এর বিরুদ্ধে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলা সদরের পেট্রোল পাম্প এলাকার সাবেক ডিআইজি আলতাফ হোসেন মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ওই নারী নিজেই বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযুক্ত হারুন জামায়াতে ইসলামীর কর্মী বলে জানা গেছে। তিনি উপজেলার ধোয়াইল পূর্বপাড়ার তফেজ ফকিরের ছেলে।
ভুক্তভোগী নারী জানান, তিনি মহম্মদপুর সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থিত হারুনের খাবারের হোটেলে দৈনিক ৩০০ টাকা মজুরিতে কাজ করতেন। হোটেল মালিক হারুনের কাছে তার দুই দিনের ৬০০ টাকা বকেয়া ছিল। ওই টাকা পরিশোধের কথা বলে শুক্রবার বিকেলে হারুন তাকে নিজের ভাড়া বাসায় ডেকে নেন এবং সেখানেই ধর্ষণ করেন।
ধর্ষণের পর এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেছেন ওই নারী। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির কবির হোসেন বলেন, “হারুন জামায়াতের কোনো কমিটিতে নেই।”
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান রবিবার সকালে জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা রুজু হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।