দেশের সর্ববৃহৎ কাস্টমস স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউস ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৭৫ হাজার ৪৩২ কোটি টাকার রাজস্ব আহরণ করেছে। ২০২৩-২৪ অর্থবছরে এর পরিমাণ ছিল ৬৮ হাজার ৭৫৫ কোটি ৭ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে রাজস্ব আহরণ বেড়েছে ৬ হাজার ৬৭৬ কোটি ৩ লাখ টাকা বা ৯ দশমিক ৭১ শতাংশ।
মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সদ্য বিদায়ী অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসের ৭৫ হাজার ৪৩২ কোটি টাকার রাজস্ব আদায় অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। তবে এতেও অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা। অর্থবছরটিতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৪০২ কোটি টাকা।
২০২৪-২৫ অর্থবছরে ডিজেল, ফার্নেস অয়েল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, সিমেন্ট ক্লিংকার, পাম অয়েল, ভাঙা পাথর, কয়লা ও পেট্রোলিয়াম তেল আমদানিতে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। তবে অর্থবছরের শেষ সময়ে কাস্টমস কর্মকর্তাদের প্রতিবাদ কর্মসূচির কারণে শুল্কায়ন ব্যাহত না হলে রাজস্ব আহরণ আরও বাড়তো বলে মনে করেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম কাস্টমস জানিয়েছে, চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৪০২ কোটি টাকা। আদায় হয়েছে ৭৫ হাজার ৪৩২ কোটি টাকা। আগের ২০২৩-২০২৪ অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ে ৯ দশমিক ৭১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ওই অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৬৮ হাজার ৭৫৫ কোটি ৭০ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার (প্রিভেন্টিভ) সাইদুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিদায়ী অর্থবছরে ৭৫ হাজার ৪৩২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। যা অতীতের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড সর্বোচ্চ।
মূলত, পণ্য আমদানিতে অনিয়ম রোধে নজরদারি বাড়ানো, মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি রোধ, পণ্যের প্রকৃত দাম অনুসারে শুল্ক নির্ধারণের কারণে ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানান এ কাস্টমস কর্মকর্তা।