চট্টগ্রাম, ৫ আগস্ট —“আপা আর আসবে না, ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন”—এই মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিলেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত “জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায়” তিনি এই বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্যে এসপি সানতু বলেন, “ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন—আপা আর আসবে না, কাকা আর হাসবে না।”

তিনি আরও সতর্ক করে বলেন, শত্রুরা পুনরায় সংঘবদ্ধ হয়ে উঠছে, এবং এটা কেবল একটি সাইবার যুদ্ধের অংশ।

“আপনাদের এখন ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে। ভাইদের ভুল বুঝবেন না, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে,” —জানান তিনি।

এসপি সানতু দৃঢ় কণ্ঠে আরও বলেন, “আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। এমনকি আমরাও, যারা প্রশাসনে আছি, একই পরিণতির শিকার হবো।”

তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র গড়তে হলে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা পেতে হলে আপনাদের ঐক্যবদ্ধ হতেই হবে।”

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Share.
Leave A Reply

Exit mobile version