গোপালগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকার প্রতিটি থানার সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় ঢাকা মহানগরের সব থানার সামনে এ কর্মসূচি পালন করা হবে বলে এনসিপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে দলটি তাদের রাজনৈতিক দাবি ও ক্ষোভ তুলে ধরবে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতারা।
এর আগে, বুধবার এনসিপির পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জে ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা। এ ঘটনার পরই গোপালগঞ্জ জুড়ে জারি করা হয়েছে ২২ ঘণ্টার কারফিউ।
সারা শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে।
জানা গেছে, ওইদিন দুপুরে গোপালগঞ্জে সমাবেশ শেষ করে মাদারীপুর অভিমুখে যাওয়ার সময় এনসিপির গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা, যাদের নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এনসিপি।
এই হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সংঘর্ষে চারজন নিহত হন এবং পুলিশ ও সাংবাদিকসহ আরও ১৫-২০ জন আহত হয়েছেন।
এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, এই বর্বর হামলার যথাযথ বিচার না হওয়া পর্যন্ত তারা সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে।
পলিটিক্স/মি