চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১০৭ কোটি ১০ লাখ (১.০৭ বিলিয়ন) ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (এক ডলার ১২১ টাকা ধরে) ১৩ হাজার কোটি টাকার বেশি।
রোববার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ, চলতি বছর একই সময়ে ১২ কোটি ৩০ লাখ ডলার বেশি এসেছে।
এর আগে, গত মাসে (জুন) প্রবাসীরা ২৭০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছর প্রবাসীরা ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে বা এক বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।