রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার দুই দিন পর ভিডিও প্রকাশ করে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে—এমন মন্তব্য করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
শনিবার (১২ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মুন্না জানান, যুবদলের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দলের পাঁচজনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, “ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে, তাদের নাম হত্যা মামলায় নেই। অথচ মামলায় এমন তিনজনের নাম এসেছে, যারা ভিডিওতে নেই। আসল অপরাধীরা বাদ যাচ্ছে কেন?”
তিনি আরও বলেন, “ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিরা যুবদল বা অন্য কোনো অঙ্গসংগঠনের সদস্য কি না, তা এখনো নিশ্চিত নয়। মামলায় যাদের নাম এসেছে কেবল তাদেরই বহিষ্কার করা হয়েছে।”
যুবদল সভাপতি প্রশ্ন তোলেন, “সোহাগ হত্যার ঘটনা ঘটেছে ৯ জুলাই। অথচ ভিডিও এলো দুই দিন পর। কেন? এটা কি ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে কোনো চক্রান্ত নয়?”
তিনি দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
মোনায়েম মুন্না বলেন, “বিএনপি কখনো দায় এড়ানোর রাজনীতি করে না। দলের যেই হোক, অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হয়। অথচ একটি পক্ষ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সব দোষ বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।”