ঢাকা-কাঠমান্ডু রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা থাকার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম (জনসংযোগ) বি এম রওশন কবীর।
তিনি বলেন, বিমানে কোনো বোমা বা এ ধরনের কিছুই পাওয়া যায়নি। এটি ছিল একটি ভুয়া কল। যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে, শেষ হলেই ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে।
জানা গেছে, বিকেল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটির ঢাকা ছাড়ার কথা থাকলেও উড্ডয়নের আগে ট্যাক্সিওয়েতে থাকা অবস্থায় একটি অজ্ঞাত সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। সঙ্গে সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ জানায়, একটি অজানা নম্বর থেকে ফোন করে জানানো হয় যে, নির্দিষ্ট ফ্লাইটে বোমা রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সঙ্গে সঙ্গেই সবাইকে উড়োজাহাজ থেকে নিরাপদে নামিয়ে আনা হয় এবং পুরো উড়োজাহাজে তল্লাশি চালানো হয়। তবে শেষ পর্যন্ত সেখানে কোনো বোমা বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
ঘটনাটি যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি করলেও, কোনো বিপদের প্রমাণ না মেলায় স্বস্তি ফিরে আসে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিতে সব প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে।