‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা রয়েছে, উড়লে সেটি বিস্ফোরিত হবে’—এমন হুমকি আসে অজ্ঞাত একটি নম্বর থেকে। এর পরপরই কাঠমান্ডুগামী বিজি ৩৭৩ ফ্লাইটটির উড়াল স্থগিত করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ফ্লাইটটি দাঁড় করিয়ে রেখে তল্লাশি চালাচ্ছেন বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে এই হুমকি দেওয়া হয়। এর আগেও এমন হুমকি পেয়েছিল বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, আজ বিকেলে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে জানানো হয়, বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে। তবে কোন ফ্লাইটে তা রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি এবং ফ্লাইট নম্বরেরও কোনো মিল পাওয়া যায়নি। তবুও সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্ক অবস্থান নেয় কর্তৃপক্ষ।
বর্তমানে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ অবস্থান করছে। বিমানটি তল্লাশিতে নেমেছে ক্রাইসিস রেসপন্স টিম এবং কে-নাইন পুলিশ টিম।
বিমানবন্দর সূত্র জানায়, বোমার হুমকি পাওয়ার পরই উড়োজাহাজে থাকা সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এরপর বোমা নিষ্ক্রিয়কারী দল (বম্ব ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে এসে উড়োজাহাজে তল্লাশি শুরু করে। যদিও যাত্রীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কেউ আহত হননি। নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইটটি স্থগিত রাখা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ইউনিট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।