রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া জুলাই আন্দোলনসংক্রান্ত এক মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে আদালতের হাজতখানা থেকে তাকে এজলাসে আনা হয়। এ সময় ডা. দীপু মনির হাতে ছিল তসবিহ। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি তসবিহ জপ করছিলেন বলেও দেখা যায়। এমনকি গ্রেপ্তার শুনানি শেষে যখন তাকে ফের হাজতখানায় নেয়া হয়, তখনো তসবিহ হাতে ছিল তার।
২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।
পরিটিক্স/মি