বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কানাডার সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক আরও গতিশীল ও অর্থবহ করতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২৯ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে দলের মহাসচিবের এক ঘণ্টারও বেশি সময় ধরে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ বৈঠকে আসন্ন নির্বাচন প্রস্তুতি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত কথা হয়েছে।
তিনি বলেন, আসন্ন নির্বাচন প্রস্তুতি, সরকারের ভূমিকা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি এবং বিএনপির অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে নির্বাচন কমিশনে কানাডার পক্ষ থেকে সহযোগিতার বিষয়েও কথা হয়েছে এবং কানাডা এ বিষয়ে কাজ করতে প্রস্তুত।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যদি বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে কৃষি, আইটি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কানাডার সঙ্গে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি বলেন, কানাডার উন্নত কৃষি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কৃষি সম্প্রসারণ কর্মসূচিতে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে, যা বাংলাদেশের কৃষিখাতকে আরও আধুনিক করতে সাহায্য করবে।
বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশ আইটি খাতে উচ্চশিক্ষা গ্রহণ করছে। এ ক্ষেত্রে কানাডার সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তার দলের অবস্থান স্পষ্ট করেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে তোলার জন্য পারস্পরিক সম্মান, স্বার্থ রক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা অত্যন্ত জরুরি। এ বিষয়গুলো নিশ্চিত হলেই সম্পর্ক আরও সহজ ও শক্তিশালী হবে বলে তিনি মনে করেন।