নিজস্ব প্রতিবেদক
সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে।
শনিবার (২৮ জুন) দুপুর ২টায় মহাসমাবেশের মূলপর্ব শুরু হওয়ার আগেই উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। এতে বক্তব্য রাখেন সারা দেশ থেকে আগত জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।
সকাল থেকেই রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, দোয়েল চত্বর, শহীদ মিনার এলাকায় বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের ভিড় লক্ষ করা যায়। দলীয় পতাকা ও ব্যানার হাতে তারা বাস ও মিছিলসহকারে সমাবেশস্থলের দিকে আসেন। এতে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশপথে দীর্ঘ জটলা ও অপেক্ষা দেখা যায়।
অনেকেই জায়গা না পেয়ে সমাবেশস্থলের বাইরে, বিশেষ করে মৎস্য ভবন মোড়ে বসানো এলইডি স্ক্রিনে সমাবেশের কার্যক্রম উপভোগ করেন। উপস্থিত নেতাকর্মীদের মাঝে উচ্চ স্লোগানে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে।
মহাসমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি দুপুর আড়াইটার দিকে সমাবেশস্থলে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে বরণ করে নেন।
মঞ্চে আরও উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ শীর্ষ নেতারা।
পলিটিক্স/মি