সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ থামেনি। আজ চতুর্থ ম্যাচে স্বাগতিক দল ভুটানকে ৩-০ গোলে পরাজিত করেছে। বৈরী আবহাওয়ার কারণে মাঠ অনুপযুক্ত হওয়ায় নির্ধারিত ভেন্যু পরিবর্তন করে ম্যাচটি কিংস অ্যারেনার অনুশীলন মাঠে আয়োজন করা হয়।

টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। পরবর্তী ম্যাচ বাংলাদেশ ও নেপাল উভয়ে জিতলে এই দুই দলের মধ্যকার ২১ জুলাইয়ের ম্যাচটি পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।

বাংলাদেশ ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। আক্রমণ ও বল পজিশনে বাংলাদেশই এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনার চেষ্টা করে সর্বাত্নক। বাংলাদেশ পেনাল্টি পেয়েও একটি গোল মিস করে। তবে পরে আরো দু’টি গোল পাওয়ায় ম্যাচ জয়ে কোনো সমস্যা হয়নি।

গত পরশু বাংলাদেশ ৪-১ গোলে ভুটানকে পরাজিত করেছিল। ব্যতিক্রমীভাবে সেই ম্যাচটি হয়েছিল দুই ভিন্ন মাঠে। প্রথমার্ধ অনুষ্ঠিত হয় কিংস অ্যারেনায়, যেখানে শান্তি মারডির একমাত্র গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে যায়। আবহাওয়া জনিত কারণে তিন ঘণ্টা বিরতির পর অন্য মাঠে শুরু হয় দ্বিতীয়ার্ধ। শুরুতেই ভুটান গোল করে সমতা ফেরায়। তবে এরপর শান্তি মারডি আরও দুটি গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করেন। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Share.
Leave A Reply

Exit mobile version