২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে। আর এই আসরে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ইউরোপীয় দেশ ইতালি।
যদিও বাছাইপর্বে নেদারল্যান্ডসের কাছে হেরেছে ইতালি, তবে নেট রানরেটের ব্যবধানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে তারা।
নেদারল্যান্ডস আগে ব্যাট করতে নামা ইতালিকে ১৩৪ রানে আটকে দেয়। জবাবে ৯ উইকেট হাতে রেখে এবং ২২ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে ডাচরা।
বাছাইপর্বে ৪ ম্যাচে নেদারল্যান্ডসের পয়েন্ট ৬। জার্সির পয়েন্ট সমান হলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় বাদ পড়ে তারা।
এই বাছাইপর্বে অংশ নেয় ৫টি ইউরোপীয় দেশ—ইতালি, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, জার্সি ও গার্নসি। ইউরোপ থেকে দুটি দল সুযোগ পায় বিশ্বকাপে।
স্কটল্যান্ড শেষ বলে হেরে বাদ পড়ে, ফলে চারবারের বিশ্বকাপ খেলোয়াড়রা এবার থাকছে না। সেই জায়গা নিশ্চিত করে ইতালি।
এ পর্যন্ত ১৫টি দেশ নিশ্চিত করেছে বিশ্বকাপে অংশগ্রহণ:
স্বাগতিক ভারত-শ্রীলঙ্কা ছাড়াও
বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি।
বাকি ৫টি স্থান পূরণ হবে আফ্রিকান, এশিয়া এবং পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে।
➤ আফ্রিকা: ২ দল (বাছাই হবে সেপ্টেম্বরে, জিম্বাবুয়েতে)
➤ এশিয়া ও ইস্ট প্যাসিফিক: ৩ দল (অক্টোবরে, ওমানে)