বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান এখন জাতীয় দলের বাইরে। মাঝে মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যায় তাকে। এমনই এক লিগের অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখানেই গতকাল রাতে এক আলোচনায় তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি।
সাকিব বলেন, “অনূর্ধ্ব-১৯ থেকে আমি তামিম আর মুশফিক ভাইয়ের সাথে খেলেছি। আমরা ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি, অনেক ঘনিষ্ঠ। সেদিক থেকে আমি বলব আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসাথে কাটিয়েছি। তারাও আমার ভালো বন্ধু।”
তামিম ও সাকিবের বন্ধুত্ব এক সময় চোখে পড়ার মতো ছিল। মাঠের বাইরে তারা ছিলেন ঘনিষ্ঠ, আর মাঠে চলত পারফরম্যান্সে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। তবে সেই সম্পর্কের উষ্ণতা এখন আর আগের মতো নেই।
বর্তমান বয়সে বন্ধুত্ব নিয়ে সাকিবের উপলব্ধি খানিকটা ভিন্ন: “এই বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন। ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে, কিন্তু ক্রিকেটের বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে যাদের আমি বিশ্বাস করতে পারি। যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন, সেই আপনার বেস্ট ফ্রেন্ড।”
জাতীয় দলের আরও কয়েকজন সতীর্থ—রুবেল হোসেন ও তাসকিন আহমেদের কথাও উল্লেখ করেন তিনি।
“তাদের সবার সাথেই আমার সম্পর্ক খুব ভালো। তবে আমি সম্ভবত রুবেল হোসেনের নাম বলব। আমাদের দারুণ সময় কেটেছে। ক্রিকেটের বাইরে আমি, রুবেল, তাসকিন—আমরা অনেক মজা করে সময় পার করেছি। আমি রুবেলের কথা বলব, তাসকিনও আছে।”