চলতি বছরের আগস্টে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেই সফর এখন আর হচ্ছে না। সিরিজটি ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড এই তথ্য নিশ্চিত করে।
আগেই গুঞ্জন ছিল, আগস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারত। এবার সেটাই সত্যি হলো।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর পারস্পরিক আলোচনার ভিত্তিতে এই সফর পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে স্থগিত হওয়া এই সিরিজের নির্দিষ্ট সময়সূচি পরে জানানো হবে।
প্রসঙ্গত, গত এপ্রিলে ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ছিল ভারতীয় দলের। এরপর ১৭ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতো প্রথম ওয়ানডে ম্যাচ।