প্রথম ওয়ানডেতে জয়ের হাতছানি ছিল বাংলাদেশের সামনে। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরে যায় মেহেদী হাসান মিরাজের দল। আরেকটি হার মানেই হাতছাড়া সিরিজ। তাই আজ (শনিবার) সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। তার আগেই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিকতা একেবারেই নেই তার। গত ম্যাচে চার বল খেলে আউট হয়েছেন শূন্য রানে। এমন পারফরম্যান্সের পর তার একাদশে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এর চেয়েও বড় ইঙ্গিত মিলেছে গতকালের অনুশীলনে। সেখানে উপস্থিতই ছিলেন না লিটন। ধারণা করা হচ্ছে, আজকের ম্যাচে তাকে বাইরে রাখছে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে, অসুস্থতা কাটিয়ে দলে ফিরছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে আজকের ম্যাচে।
সবশেষ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে এমন:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ,নাজমুল হোসেন শান্ত , তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটরক্ষক) , শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন , মুস্তাফিজুর রহমান
আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাই প্রত্যাশা, একাদশে পরিবর্তন এনে দল ঘুরে দাঁড়াবে লঙ্কানদের বিপক্ষে।